না, এটি শিরোনামহীন ব্যান্ড এর কোন পেজ নয়। আসলে কোন শিরোনাম খুঁজে পাচ্ছিলাম না, তাই এই শব্দটি ব্যবহার করলাম।
যাই হোক, যেহেতু আমার পেইজে এসেই পড়েছেন, তখন, থাকুন না কিছুক্ষণ আমার সাথে, চলুন, কিছু গল্প স্বল্প করা যাক।
প্রথমে আমার পরিচয় দিয়ে নেয়া উচিৎ। আমি, মোঃ রাজিবুল হাসান রনি, ঢাকা, বাংলাদেশ থেকে। ভীষন রকমে ভালবাসি আমি আমার দেশকে, আমার দেশের ভাষাকে, দেশের মাটিকে, দেশের মানুষগুলোকে। তাই, অনেকবার সুযোগ থাকা সত্ত্বেও বাইরে যাওয়া হয়নি আমার।
আমার জন্ম টাঙ্গাইল জেলার মির্জাপুর এর একটি গ্রামে, নাম দুল্যা বেগম। হ্যাঁ, এটাই আমাদের গ্রামের নাম। গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে লৌহজং নদী। আমার গ্রামটিকেও আমি ভীষণ ভালবাসি।
খুবই সাধারণ একজন মানুষ আমি। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলীর উপর বি.এস.সি অনার্স করেছি ২০০৯ সালে, আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে। তারপর কিছুদিন কিছু কিছু ফার্মে চাকরী, আর এখন, ফ্রীল্যান্সার। স্বাধীনতা আমার জন্ম থেকেই ভীষণ প্রিয়। তাই চাকরী বাকরী আমার দ্বারা হবে না।
আর কিছু শখের বশে, ড্রাম বাজাই, মিউজিক কম্পোজ করি, ব্লগ লিখি, আর বিভিন্ন ফোরামে গুঁতোগুঁতি করি। বর্তমানে আরও কিছু ব্যবসা বাণিজ্যের দিকে অগ্রসর হচ্ছি।