জীবন নদীর তীরে
বয়ে যায় তরী ধীরে ধীরে।
যতো আশা ভালবাসা
সব ফিরে যায় নীড়ে,
তবু আমি বসে আছি
মম তব তীরে।
ছিলো কতো ভালবাসা
পথে ঢাকা যতো কুয়াশায়,
দিয়েছ ধুয়ে নতুনের আশায়।
পাই যদি তোমায় সহসা
স্রোতের সাথে ভাসতে পারি,
শুধু দিও এই ভরসা।
Some tips & tricks, what ever I get from internet, I like to share it with you. And thats why, I am writing this BLOG.