Some tips & tricks, what ever I get from internet, I like to share it with you. And thats why, I am writing this BLOG.
Thursday, January 29, 2015
Monday, January 26, 2015
Saturday, January 24, 2015
Friday, January 23, 2015
Play Roadrash in WINDOWS 7/8/8.1 - 32/64 amy version
It takes me to my childhood, when I was a schoolboy, always tried to find out some time to play games on computer. But the games, I played at first time, was on MS DOS. Then Windows 98,
This was one of my favorite game.
This was one of my favorite game.
ছোট ছোট দুটো হাত - অসীম মন্ডল, প্রতুল মুখোপাধ্যায়
কথাঃ অসীম মন্ডল, প্রতুল মুখোপাধ্যায়
সুর ও কন্ঠঃ প্রতুল মুখোপাধ্যায়
ছোট ছোট দুটো পা, ছোট দুই হাত
দু'টাকায় খেটে খায় ভোর থেকে রাত।।
সুর ও কন্ঠঃ প্রতুল মুখোপাধ্যায়
ছোট ছোট দুটো পা, ছোট দুই হাত
দু'টাকায় খেটে খায় ভোর থেকে রাত।।
অবাক পৃথিবী - সুকান্ত ভট্টাচার্য্য
কথা: সুকান্ত ভট্টাচার্য্য
সুর: সলীল চৌধুরী
অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।
সুর: সলীল চৌধুরী
অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।
Saturday, January 17, 2015
Wednesday, January 14, 2015
Tuesday, January 13, 2015
How to Create an ISO File
Do you have a bunch of files that you want to backup? Do you want to protect the data on your CDs and DVDs from being lost due to scratches or missing discs? ISO files are archives that contain files and folders, and are easy to transfer and backup. You can create ISOs from files and folders on your computer, or from discs such as CDs, DVDs, and Bluray discs. See Step 1 below to learn how.
Friday, January 9, 2015
Wednesday, January 7, 2015
আমাদের গ্যালাক্সী মিল্কিওয়ে আর এন্ড্রোমিডা
মিল্কিওয়ে (Milky Way) নামটা আমার খুব পছন্দের। এর হয়তোবা দুটি কারন থাকতে পারে। এর একটি হলো নামটি আসলেই সুন্দর অথবা এটি আমাদের একমাত্র গ্যালাক্সী , যেখানে আমাদের অবস্থান। গ্যালাক্সী কি? যদি কখনো না জেনে থাকেন তাহলে একটু সুন্দর উত্তর রয়েছে। আমরা পৃথিবীতে বাস করি। এই পৃথিবী আবার সূর্য নামক এক তারার চারপাশে ৩৬৫ দিনে একবার ঘুরপাক খাচ্ছে। আমাদের সূর্যও ২৫০ মিলিয়ন বছরে একটি ব্ল্যাক হোলের চারিদিকে একবার করে ঘূরপাক খাচ্ছে। আর এই বৃহৎ দানবাকার ব্ল্যাকহোলটি মিল্কিওয়ের কেন্দ্রে অবস্থিত। এটি এতই বড় যে দড়ি লাগিয়ে সহজেই ১০০ থেকে ৪০০ মিলিয়ন তারাগুলোকে ঘুড়িয়ে নিয়ে চলেছে। মিল্কিওয়ে একটি স্পাইরাল গ্যালাক্সী।
Subscribe to:
Posts (Atom)