ডিজিটাল পাসপোর্ট অথবা পাসপোর্ট ছাড়া কিভাবে দেশে যাওয়া যায়? জেনে নিন বিস্তারিত।
আমাদের মধ্যে এখনো অনেকেই রয়েছেন যারা (MRP) মেশিন রিডেবল বা ডিজিটাল পাসপোর্ট করতে পারেননি, এবং জরুরী প্রয়োজনে দেশে যাওয়া প্রয়োজন, তো কিভাবে আপনারা পাসপোর্ট ছাড়া দেশে যেতে পারেন? আসুন জেনে নেই বিস্তারিত।
পাসপোর্ট ছাড়া দেশে যেতে হলে আমাদের ইতালি অথবা ইউরোপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে “ট্রাভেল পাস” নিয়ে যেতে হবে। এই ট্রাভেল পাস নেওয়ার জন্য আমাদের কে দূতাবাস কে প্রতি ট্রাভেল পাস এর জন্য ২৮ ইউরো পে করতে হবে, এবং এই পাস ইতালি রোম দুতাবাসে সকালে জমা দিলে বিকেলে ডেলিভারি দেওয়া হয়, এবং এই পাস এর মাধ্যমে আপনারা যে কেউ পাসপোর্ট ছাড়াই দেশে যেতে পাড়বেন। যেমন যারা ইতিমধ্যে ডিজিটাল পাসপোর্ট করতে পারেননি তারা এই পাস এর মাধ্যমে দেশে যেতে পাড়বেন, আবার যাদের পূর্বের হাতে লেখা পাসপোর্ট এর মেয়াদ শেষ? তারাও এই পাস এর মাধ্যমে দেশে যেতে পাড়বেন, বা যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন!! তারাও এই পাস এর শরণাপন্ন হতে পারেন।