Sunday, January 24, 2016

ডিজিটাল পাসপোর্ট অথবা পাসপোর্ট ছাড়া কিভাবে দেশে যাওয়া যায়?

ডিজিটাল পাসপোর্ট অথবা পাসপোর্ট ছাড়া কিভাবে দেশে যাওয়া যায়? জেনে নিন বিস্তারিত।


আমাদের মধ্যে এখনো অনেকেই রয়েছেন যারা (MRP) মেশিন রিডেবল বা ডিজিটাল পাসপোর্ট করতে পারেননি, এবং জরুরী প্রয়োজনে দেশে যাওয়া প্রয়োজন, তো কিভাবে আপনারা পাসপোর্ট ছাড়া দেশে যেতে পারেন? আসুন জেনে নেই বিস্তারিত।


পাসপোর্ট ছাড়া দেশে যেতে হলে আমাদের ইতালি অথবা ইউরোপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে “ট্রাভেল পাস” নিয়ে যেতে হবে। এই ট্রাভেল পাস নেওয়ার জন্য আমাদের কে দূতাবাস কে প্রতি ট্রাভেল পাস এর জন্য ২৮ ইউরো পে করতে হবে, এবং এই পাস ইতালি রোম দুতাবাসে সকালে জমা দিলে বিকেলে ডেলিভারি দেওয়া হয়, এবং এই পাস এর মাধ্যমে আপনারা যে কেউ পাসপোর্ট ছাড়াই দেশে যেতে পাড়বেন। যেমন যারা ইতিমধ্যে ডিজিটাল পাসপোর্ট করতে পারেননি তারা এই পাস এর মাধ্যমে দেশে যেতে পাড়বেন, আবার যাদের পূর্বের হাতে লেখা পাসপোর্ট এর মেয়াদ শেষ? তারাও এই পাস এর মাধ্যমে দেশে যেতে পাড়বেন, বা যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন!! তারাও এই পাস এর শরণাপন্ন হতে পারেন।

আর আপনি এই পাস দিয়ে দেশে যাওয়ার সময় ইম্মিগ্রেশন অফিস আপনার কাছ থেকে সেই ট্রাভেল পাস টি রেখে দিবে, কিন্তু আপনি ইম্মিগ্রেশন পার হয়ে যেতে পারবেন।

কিভাবে এই ট্রাভেল পাস করা যায় এবং কি কি লাগবে?

এই পাস করার জন্য আপনার পাসপোর্ট এর ফটোকপি, এবং নিন্মে দেওয়া ফর্মে বিস্তারিত লিখে পুরন করতে হবে, সাথে দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, এবং আবেদন ফর্মে আবেদন কারীর স্বাক্ষর সহ দূতাবাসে জমা দিতে হবে। নিন্মে আপনার জন্য এই ফর্মটি তুলে ধরা হল। এবং কেউ যদি প্রিন্ট করার জন্য ডাউনলোড করতে চান? তাহলে এখানে ক্লিক করে প্রিন্ট করে নিতে বা ডাউনলোড করে নিতে পাড়বেন।





উপরে দেওয়া ফর্মটি পূরণ করে দূতাবাসে জমা দেওয়ার পর তারা আপনাকে একটি ট্রাভেল পাস দিবে যা দিয়ে আপনি নিশ্চিন্তে বাংলাদেশে যেতে পাড়বেন। তবে হ্যাঁ যারা ডিজিটাল পাসপোর্ট করতে পারেননি তারা এই পাস দিয়ে দেশে যেতে পাড়বেন ঠিকই কিন্তু দেশ থেকে আসার পূর্বে অবশ্যই বাংলাদেশ থেকে ডিজিটাল পাসপোর্ট করে আসতে হবে।

1 comment:

  1. If you're attempting to lose pounds then you absolutely need to start using this totally brand new custom keto meal plan.

    To create this keto diet service, certified nutritionists, personal trainers, and top chefs have united to develop keto meal plans that are effective, painless, money-efficient, and delightful.

    From their grand opening in January 2019, 100's of individuals have already completely transformed their body and health with the benefits a proper keto meal plan can give.

    Speaking of benefits; in this link, you'll discover 8 scientifically-confirmed ones given by the keto meal plan.

    ReplyDelete

Try it

Web hosting