Friday, October 14, 2011

সুখ


জানিনা আমি সুখ কি, সুখের ধরন।
কতটুকু সুখ পেলে হয়, সুখের কারণ।
সুখী মানুষের সকল সুখ নাকি একইরকম,
অবিরত খুঁজি আমি সুখের উদাহরণ।

সুখ মানে কি মেঘলা রাতে নিশ্চুপ অশ্রুঝড়া?
এক ফোঁটা স্বপ্ন নিয়ে নিরবে ঘুমিয়ে পরা?
নাকি পূর্ণিমার রূপালী জোছনার চাঁদরে,
নিজেকে এলিয়ে দিয়ে সারারাত একলা জেগে থাকা?


যে সুখী তুমি করেছ আমায় আমারই অগোচরে,
সে সুখের কোমল ছোঁয়ায় আজ আমার অশ্রূঝড়ে।
মায়াবী সাঁঝের শুরু থেকে গোধূলীর অন্তে,
সুখেরই হিসেব কষি আমি তোমারই সুরে...

No comments:

Post a Comment

Try it

Web hosting