Sunday, November 24, 2013

Facebook Smiley

Facebook has added a little dirty new emoticon, you can insert it with this shortcode:

Thursday, November 21, 2013

Want to buy a smartphone? Please read this before you buy.

Mobile Processors : Quad Core VS Dual Core

There was a time when everyone was fascinating about Mega Pixel of their phone camera, and after that era, Screen size of mobile phone came into the picture. The bigger size phones always fascinate people. But now the benchmark has changed, the number of cores attracts people, and it is the new benchmark for comparing mobile phone.

Sunday, November 17, 2013

একটি আধুনিক বিজনেস আইডিয়া - ওয়েব হোষ্টিং রিসেলার বিজনেস –

বর্তমান সময়ে প্রায় সবাই নিজের নামে বা কোম্পানীর নামে এক বা একাধিক ওয়েব সাইট তৈরি করতে আগ্রহী। প্রযুক্তির প্রসারের ফলে দিন দিন ওয়েব সাইট তৈরির কাজও ব্যাপকতা লাভ করছে। আর ওয়েব সাইট তৈরির জন্য প্রথম প্রয়োজন ওয়েব হোষ্টিং। এজন্য রিসেলার হোষ্টিং বিজনেস হতে পারে আপনার সফল উদ্যোগ। রিসেলার হোষ্টি কেনা বেচার মাধ্যমে আপনি একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্নপ্রকাশ ঘটাতে পারেন। ধারনা করা হচ্ছে, সুদূর ভবিষতে প্রায় সবকিছুই অনলাইন নির্ভর হয়ে পড়বে। নিত্য দিনের অতি ক্ষুদ্র প্রোডাক্ট থেকে শুরু করে কোটি টাকার ব্যবসাও একসময় অনলাইন নির্ভর হয়ে পড়বে। গত ১০ বছরের অনলাইন মার্কেট পর্যবেক্ষন করলেই যে কেউ এ বিষয়ে ধারনা লাভ করতে পারেন। এখন তো শতকরা ২০% মানুষ কোন কোন ভাবে অনলাইন ব্যবসার সাথে জড়িত। আর দিন দিন এর প্রবনতা বহুগুনে বৃদ্ধি পাচ্ছে। ফলে ওয়েব হোষ্টিং এর চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। এটা এমন কোন প্রোডাক্ট নয় যে, যেকোন সময় ধস নামতে পারে। প্রতিযোগীতা যত বৃদ্ধি পাচ্ছে ততই এর প্রসার লক্ষ্য করা যাচ্ছে। ফলে সহজেই ধারনা করা যায়, তিনিই সফল ব্যবসায়ী হিসেবে প্রতিয়মান হবেন যিনি কোন নাকোনভাবে অনলাইন ব্যবসার সাথে জড়িত।

Try it

Web hosting