Thursday, June 28, 2012

জীবন নদীর তীরে

জীবন নদীর তীরে
বয়ে যায় তরী ধীরে ধীরে।
যতো আশা ভালবাসা
সব ফিরে যায় নীড়ে,
তবু আমি বসে আছি
মম তব তীরে। 

ছিলো কতো ভালবাসা
পথে ঢাকা যতো কুয়াশায়,
দিয়েছ ধুয়ে নতুনের আশায়।
পাই যদি তোমায় সহসা
স্রোতের সাথে ভাসতে পারি,
শুধু দিও এই ভরসা।

No comments:

Post a Comment

Try it

Web hosting