Friday, January 23, 2015

ছোট ছোট দুটো হাত - অসীম মন্ডল, প্রতুল মুখোপাধ্যায়

কথাঃ অসীম মন্ডল, প্রতুল মুখোপাধ্যায়
সুর ও কন্ঠঃ প্রতুল মুখোপাধ্যায়

ছোট ছোট দুটো পা, ছোট দুই হাত
দু'টাকায় খেটে খায় ভোর থেকে রাত।।

গালি খায়, লথি খায় করে মাথা হেঁট
তার দিকে চেয়ে রয় কত খালি পেট
তাই মুখ বুজে খেটে যায় ভোর থেকে রাত
ছোট ছোট দুটো পা, ছোট দুই হাত।।

কুড় তাক্‌ তাক্‌ দাদা, কুড় তাক্‌ তাক্‌,
এক নয়, দুই নয়, দুশো দশ লাখ,
দুশো দশ লাখ শিশু খাটে প্রাণ পাত,
ছোট ছোট দুটো পা, ছোট দুই হাত।।

'শিশুমেলা', 'শিশুদিন', 'শিশু বৎসর'
কত মধু মাখা বুলি, ছাপা অক্ষর
আল ঝলমল সভা, ভাবের জোয়ার
তবু ভবিষ্যতের খাটে ভূতের বেগার।।

এ মহাভারত দাদা, এ মহাভারত
মাছের মতই আছে শিশুর আড়ত
জ্বালানীর মত আছে শিশুর জোগান
মহাভারতের কথা অমৃত সমান।

No comments:

Post a Comment

Try it

Web hosting